মোঃ ইমাদুল ইসলাম :
অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য দোকানের সামনে খাবারের তাক রাখা। অসহায়, দরিদ্র বা ক্ষুধার্ত বয়স্ক যে কেউ ওই তাক থেকে নিঃসংকোচে খাবার নিতে পারবেন। শুধু তাই নয়, সামর্থ্যবানরা তাদের সামর্থ্য অনুযায়ী তাকে রেখে যেতে পারেন খাবার।
যশোরের অভয়নগরবাসীর আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান এর উদ্যোগে ব্যতিক্রমী অন্নদানের উদ্বোধন করা হয়েছে।
(২ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজাওে বিসমিল্লাহ হোটেলের সামনে এই খাবারের তাক রাখা হয়। অসহায় বয়স্কদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল সহ আরো অনেকে।
উদ্যোক্তা সংগঠনটির কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই এই স্থানে বিভিন্ন খাবার থাকবে খাবারের তাকে। গরিব-দুঃখী ছাড়াও প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অক্ষমরা ওই তাক থেকে পাবেন খাবার। ধীরে ধীরে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে পুরো উপজেলাতে । উদ্দেশ্য একটাই- সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। নিজের মানবিক মূল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে সামর্থ্যবানদের সাধ্য অনুযায়ী এ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, উদ্যোগটি আনন্দময় করে তুলতে সবার সর্বাত্মক সহযোগিতা দরকার। ধনী, দরিদ্র সবাই মিলে আমরা এ উদ্যোগটি গোটা শহরে ছড়িয়ে দিতে চাই