1. admin@dailylikonisongbad.com : admin :
  2. shakshakil4@gmail.com : Rana : Rana Ahmed
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে ৩ টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমানা আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস রাজবাড়ীতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ১ জন গ্রেপ্তার রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মুদ্রাসহ ১ জন গ্রেফতার বিজয় দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) ইন্তেকাল,শোকপ্রকাশ চুনারুঘাট থেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলার প্রধান আসামি আবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার। জুবায়েরপন্থিদের খোলা চিঠি দিয়ে যে আহ্বান জানাল সাদপন্থিরা অবশেষে সকল বাধা পেরিয়ে ৪ জানুয়ারি কুষ্টিয়ার কর্মী সমাবেশে আসছেন আমিরে জামাত লেখক সাহিত্যিক ও শিক্ষাবিদ গোলাম মাকসুদ হিলালী এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি :

আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

 

মোঃ নুরুল ইসলাম , রাজবাড়ী প্রতিনিধি ॥

আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস। রেলের শহর রাজবাড়ী হওয়ায় মুক্তিযুদ্ধের সময় বিহারী ও অবাঙ্গালিদের ঘাটি ছিলো মজবুদ। যে কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় পুরো শহর দখলে নেয় বিহারিরা। নির্বিচারে চালাতে থাকে জ্বালাও পোড়াও ও গণহত্যা।

মুক্তিযোদ্ধারা বলেন, রাজবাড়ীতে ৬ ডিসেম্বরের পর থেকে অত্যাচারের মাত্রা বাড়াতে থাকে বিহারিরা। নির্মমভাবে হত্যার পরে মরদেহ ফেলে দেওয়া হতো কুপের মধ্যে। এরপর ১৯৭১ সালের ১৬, ১৭, ও ১৮ ডিসেম্বর তমুল যুদ্ধ হয় বিহারিদের সাথে। এই যুদ্ধে মাগুরা, পাংশা গোয়ালন্দ ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি সেক্টরের মুক্তিযোদ্ধারা অংশ নেয়। এতে মারা যায় রফিক, শফিক ও সাদিকসহ ৭ জন মুক্তিযোদ্ধা। বিহারী ক্যাম্প থেকে উদ্ধার করা হয় ১৯ জন নারীকে। পরে ১৮ ডিসেম্বর পরাজয় মেনে আত্নসর্মপন করেন বিহারীরা।

রাজবাড়ীর যুদ্ধকালীন কমান্ডার কামরুল হাসান লালী বলেন, সারাদেশে ১৬ ডিসেম্বর বিজয়ের পতাকা উড়লেও রাজবাড়ী মুক্ত হয় ১৮ ডিসেম্বর। পাকিস্তানিরা পিছু হটলেও বিহারিরা অত্যাতার চালাতে থাকে। রেলের শহর হওয়ায় শহরের নিউ কলোনী, লোকোসেডসহ বেশ কিছু যায়গায় ঘাটি ছিলো বিহারিদের। তারা অত্যাধুনিক সব ধরনের অস্ত্রে ছিলো সুশজ্জিত। যে কারনে কিছুতে পরাজয় মেনে নিচ্ছিলো না তারা।

মহান মুক্তিযুদ্ধে রাজবাড়ীর ৩৭৯ জন মুক্তিযোদ্ধা সরাসরি অংশ গ্রহণ করেন, আর ওই সময়ে মারা যান ৩৫ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park