জাফর জুয়েল(আলমডাঙ্গা) চুয়াডাঙ্গা :
আলমডাঙ্গা “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন ” এই স্লোগানে আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
মাসব্যাপী টিকাদান কর্মসূচিতে গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে টিকা প্রধান কার্যক্রম অনুষ্ঠিত।
বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসব ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে জরায় মুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। কিন্তু বাংলাদেশে নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি কৈশোর কালীন স্বাস্থ্যসেবার এক নব দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা মনে করেন।
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দান কার্যক্রমে উপস্থিত ছিলেন,কলেজিয়েট স্কুলের উপাধাক্ষ্য শামীম রেজা, রাইট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক লিটন হোসেন, টিকাদান সুপারভাইজার আলমডাঙ্গা পৌরসভা মোঃ বিল্লাল হোসেন,টিকা দান সুপারভাইজার, আলমডাঙ্গা পৌরসভা মালা খাতুন,টিকাদানকারী মর্জিনা খাতুন, টিকা দানকারী আলমডাঙ্গা পৌরসভা এনামুল হক, টিকা দান সহকারী আলমডাঙ্গা পৌরসভা,লিমন হোসেন প্রমুখ। ৪০ জন ছাত্রীকে ঠিকা প্রদান করা হয়।