জাফর জুয়েল (আলমডাঙ্গা) :
চুয়াডাঙ্গা তথা আলমডাঙ্গার কৃতি সন্তান
বিশিষ্ট নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ হেড-নেক ও রিকনসট্রাকটিভ সার্জন ডাঃ মোঃ খালিদ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হসপিটাল) থেকে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং ইন হেড নেক সার্জারিতে ১ বছরের উচ্চতর ফেলোশিপ ট্রেনিং সম্পন্ন করে সহকারী অধ্যাপক (ইএনটি অনকোলজি) পদে
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ইএনটি অনকোলজি বিভাগে পদায়িত হয়েছেন। তিনি ইতিপূর্বে ২০২০ সালে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২২ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে জুনিয়র কনসালটেন্ট( ইএনটি) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এরপর ২০২৩ সালের মে মাসে পদোন্নতি প্রাপ্ত হয়ে সহকারী অধ্যাপক( ইএনটি) মানিকগঞ্জ মেডিকেল কলেজে যোগদান করেন।
এরপর ২০২৩ সালের শেষ নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং ইন হেড-নেক সার্জারি (হেড নেক ক্যান্সার সার্জারীর বিষয়ে উচ্চতর ডিগ্রি)
সম্পন্ন করে আবার ক্যান্সার হাসপাতালে ফিরে গেলেন। তিনি যেনো ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য নিজের মেধা, মনন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে জনগণের উপকার করতে পারেন,এমনটিই আশা করছেন আলমডাঙ্গাবাসী।