কে. এম. আতিক হাসান পাবনা :
আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানালেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) আলিম পরীক্ষার ফল প্রকাশিত হলে পাবনা ইসলামিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান । বিজ্ঞপ্তিতে তিনি জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে পাবনা ইসলাম ও মাদ্রাসার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান সহ বহুবার সেরা ১০ মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে। এবছর পাবনা ইসলামিয়া মাদ্রাসা থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন
জিপিএ ৫. ০০(A+), ৩ ৫ জন জিপিএ ৪.০০(A) ২ ২জন,জিপিএ ৩.৫০(A-), ৩ জন, জিপিএ ৩.০০(B) ৩ জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে ।
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ( পাইমা ) শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষা-‘২৪ এ ২৮ জন জিপিএ ৫.০০(A+) সহ শতভাগ পাশ করেছে । তার মধ্যে সাধারণ বিভাগ থেকে জিপিএ ৫ ০০(A+) ১৩ জন, জিপিএ ৪.০০(A) ২৪ জন,জিপিএ ৩.৫০(A-) ২ জন, জিপিএ ৩.০০(B) ৩ জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে ।