তামিম ইকবাল রাজু,বরিশাল প্রতিনিধি
ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
গত শনিবার ইন্টার্ন চিকিৎসকদের অবহেলায় একজন শিশু মৃত্যুর কারণে মৃত শিশুর মায়ের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ এনে মামলা করেছে হাসপাতালের ওয়ার্ড মাস্টার। এরই প্রেক্ষিতে চার দফা দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ আন্দোলন করেছে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের সমর্থন জানিয়ে যুক্ত হয়।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসক লাঞ্ছিতের জন্য অভিযোগ জানানো হলেও ,কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তার স্বেচ্ছাচারী আচরণ সবসময়ই চিকিৎসকদের সেবাদান বাধা হয়ে দাঁড়ায় ।এছাড়া তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন। সর্বশেষ হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে পারেননি।
ডা. সাইফুর ইসলাম বলেন, “দায়িত্ব থেকে সরে এসেছি। বাকিটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে”।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তাকে পদত্যাগ পত্রেও স্বাক্ষর করতে দেখা গেছে।
আরেকজন ইন্টার্ন চিকিৎসক বলছেন, আমরা মনেকরি এ পক্ষপাতমূলক আচরণ নিয়ে তার এখানে দায়িত্ব পালন করার দরকার নেই। এজন্য পরিচালকের পদত্যাগ দাবি নিয়ে তার কার্যালয়ে গেলে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।