মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর প্রতিনিধি
অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন গাজীপুর মহানগরের গাছা থানার ঝাঝর এলাকায় অবস্থিত বেসিক নীটওয়্যার লিমিটেডের (টিএনজেড গ্রুপ) শ্রমিকরা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কর্মবিরতি শুরু করেন তারা।
কারখানার শ্রমিকরা জানান, আমরা দিনমজুর। বেতন না পেলে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। বারবার আশ্বাস দিলেও এখনো বেতন পাইনি। তাই আমাদের কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই।
জানা যায়, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন প্রতিষ্ঠানের প্রায় ৬৫০ শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, ১২ ডিসেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও আর্থিক সংকটের কারণে মালিকপক্ষ তা দিতে ব্যর্থ হয়েছে। ফ্যাক্টরির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ।