দৈনিক লিখনী সংবাদ রিপোর্টার সুব্রত বৈরাগী কোটালিপাড়া।
আজ ১৭/১১/২০২৪ রোজ রবিবার বিকাল ৩ টা থেকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার ২নং সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের কার্তিক দেবতার পূজা উপলক্ষে প্রাচীন যুগ থেকেই চলে আসছে এই কার্তিক দশরা অনুষ্ঠান নৈয়ারবাড়ী গ্রামের ঐতিহ্য হিসেবে পরিচিত কার্তিক মেলা। মেলায় আসা দর্শনার্থী শ্রী বৃন্দারণ্য দাস, ইসকন ইউথ ফোরাম,কোটালিপাড়া তিনি জানান হিন্দু, মুসলিম তারা সবাই মিলে এই মেলা উপভোগ করেন। হাজার হাজার দর্শনার্থীরা এই মেলা উপভোগ করেন বাংলাদেশের প্রায় ২০ টা জেলার সকল সনাতনী থেকে শুরু করে অন্য সকল সম্প্রদায়ের একত্রে মিলন মেলার অনুষ্ঠানিক ভাবে এই মেলাটি চলতে থাকে প্রায় ৪ দিন। কমল বৈদ্য, মিলন বাড়ৈ, অঞ্জন সরকার, উওম বাড়ৈ, অশোক বিশ্বাস, সৌরভ মন্ডল নৈয়ারবাড়ীর সন্তান তারা জানান এখানে সকল প্রকার আসবাবপত্র দ্রব্য ব্যবসায়ীদের পাওয়া যায় যেমন, ভালো উন্নত বিশ্ব মানের কাঠের আসবাবপত্র তার ভিতর উল্লেখ যোগ্য খাট, চেয়ার, শোপা, এবং তার পাশাপাশি স্টিলের আসবাবপত্র পাওয়া যায়। কমল বৈদ্য ও মিলন বাড়ৈ বিশেষ ভাবে জানান এই কাঠের মেলা প্রায় ১ মাস ব্যাপি চলতে থাকে। এই মেলায় সকল প্রকার কসমেটিক সামগ্রী চানাচুর বাদাম সহ নাগরদোলার সৌন্দর্য রয়েছে। শ্রী বাসুদেব বাড়ৈ (সহকারী শিক্ষক নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের তিনি জানান নৈয়ারবাড়ী গ্রামের প্রায় ২০ টি বাড়িতে কার্তিক দেবতার পূজা সহ ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠান করে। তিনি আনন্দ অনুভূতির সাথে জানান যে বাড়ৈ ভবন, বিশ্বাস ভবন, চকিদার বিশ্বাস ভবন, জয়ধর ভবন, রায় ভবন, বাগচি ভবন, বাড়ৈ ভবন, মধু ভবন প্রাঙ্গনে কার্তিক পুজা সহ সনাতন ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠান সৌন্দর্য মনে ধারণ করার মতো। উপস্থিত ছিলেন রামশীল ইউনিয়ন সচিব বাবু রমনী রায়, বাবু পরিতোষ মজুমদার সহকারী শিক্ষক, শ্রী জগদীশ বাড়ৈ বিশিষ্ট সমাজ সেবক তিনি জানান নৈয়ারবাড়ী গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় খুব সুন্দর শান্তি পূর্ণ ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানতে পারি ৩ বিশিষ্ট ব্যাক্তি সার্বিক তত্ত্বাবধানে মেলাটি পরিচালিত হচ্ছে তারা হলেন বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথ জয়ধর, বাবু মধুসূদন বাড়ৈ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা হরলাল বিশ্বাস। মাদারীপুর থেকে দর্শনার্থীরা হিসাবে সম্রাট রায় জানান যে এখানে খুব শান্তি পূর্ণ ভাবে মেলাটি উপভোগ করছেন। এই ছাড়া ও মেলার দোকানের পজিশন দেওয়া হস মাঠের সকল কাজের এক প্রাণ চাঞ্চল্য ব্যাক্তি বাবু জুরার বৈরাগী সর্বক্ষণ সহযোগিতায় রয়েছেন ।
শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নৈয়ারবাড়ী যুব সমাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নজরদারি রয়েছে কোটালিপাড়া থানার ও ভাঙ্গারহাট ফারির ।