নিজেস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দিবাগত রাতে (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টার পরে জিয়াদ শাহারিয়ার সুমন (২৪) নামের এক আন্দোলনকারী (আহত) বাদী হয়ে বিস্ফোরকসহ তৎসহ আইনে মামলা করেন। কুমারখালী থানা মামলা নম্বর-৩। তিনি জেলার খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের আক্কাস আলীর ছেলে।
মামলায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনসহ ৯২ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আর ১০ থেকে ১৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম।
মামলার বাদী সুমন আমাদের জানান, ‘৪ আগষ্ট সকাল থেকে কুমারখালী বাসস্টান্ড এলাকায় শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার মিছিল চলছিল। সকাল ১১ টার দিকে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে আমি সহ বেশ কয়েক জন আন্দোলনকারী রক্তাক্ত ও আহত হয়। আমি দোষীদের শাস্তির প্রত্যাশায় ৯২ জনের নামে থানায় মামলা করেছি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ৪ আগষ্ট আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় সুমন নামের একজন সোমবার রাত ১২ টার পরে বিস্ফোরকসহ তৎসহ আইনে ৯২ জনকে আসামি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ১০/১৫ জন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।