কেশবপুর, যশোর প্রতিনিধি
যশোর জেলা কেশবপুর উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে ৩১ মার্চ, রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হতে মানব কল্যাণ ফাউন্ডেশন ও খুলনা( B N S) চক্ষু হাসপাতালেের যৌথ উদ্যোগে এবং অর্থায়ানে ডাচ্-বাংলা ব্যাংক, সম্পন্ন বিনা মূল্যে চক্ষু অপারেশন করেন কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম দাখিল মাদ্রাসা ময়দানে। উক্ত অনুষ্ঠানে মোঃ তাজামুল ইসলাম দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন, জনাব আবুল বাশার, অবঃ পুলিশ কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সামাদ। এছাড়া উক্ত ওর্ডের ইউপি সদস্য এবং মাষ্টার রফিকুল ইসলাম সহ আরো অনেকেই। এসময় প্রধান অতিথি বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশন ও খুলনা( B N S) ভালো একটি উদ্যোগ নিয়েছে যা গরিব অসহায় মানুষের জন্য অনেক উপকার আসছে। অনেক পরিবার আছে চোখের সমস্যার কারণে ভোগান্তি পোহাতে হয় টাকা পয়াসার অভাবে। যদি এমন উদ্যোগে প্রতেক উপজেলায় নেওয়া হয় তবে গরিব অসহায় মানুষ গুলো আর টাকার অভাবে চোখ নষ্ট হবে না। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি, জনাব আবুল বাশার বলেন, ডাচ্-বাংলা ব্যাংক এর নিজ অর্থায়ানে এই উদ্যোগ নিয়েছে যার সেবা দিয়ে যাচ্ছেন মানব কল্যাণ ফাউন্ডেশন ও খুলনা( B N S) চক্ষু হাসপাতাল মানবকল্যাণে কাজে অংশ গ্রহণ করছনে। গরিব অসহায় লোক দের সেবা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করছেন যার জন্য কোন অর্থ নেওয়া হয় না এবং সাথে এক মাসের ঔষধ কিনে দেওয়া। মানব কল্যাণ ফাউন্ডেশন ও খুলনা( B N S) চক্ষু হাসপাতালের চিকিৎসকরা বলেন, আমরা এখান থেকে ঔষধের মাধ্যমে চোখ পরিক্ষা করবো এরপর যাদের ছানির সমস্যা আছে তাদেরকে হাসপাতালের গাড়িতে করে সেবা প্রদান করে আবার নিজ বাসায় পৌঁছে দেওয়া হবে। আমরা আজকে ৩০ জন মত সদস্যকে ছানি অপারেশন করার জন্য মানব কল্যাণ ফাউন্ডেশন ও খুলনা( B N S) চক্ষু হাসপাতালে নিয়ে যাচ্ছি অপারেশন করার পর সুস্থ করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। রোগীদের সেবা দেওয়া বা মানবকল্যাণে কাজ করা আমাদের লক্ষ। আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি এবং আগামীতে করবো ইনশাআল্লাহ