সুমন চন্দ্র ভৌমিক, স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সন্ত্রাসীদের সাম্প্রদায়িক হামলা ও নিরাপত্তা বাহিনীর ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে নিহত শহীদ ছাত্র জুনান, রুবেল, সজীব, ধনঞ্জন, অনিকদের স্মরণে এবং তাদের কে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে সম্মিলিত আদিবাসী ছাত্র জনতা, বান্দরবান এর ব্যানারে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলার সদর উপজেলাধীন ছোট বাজার মাঠে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এসময় সদরের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বান্দরবান জেলা মারমা স্টুডেন্ট কাউন্সিল এর সভাপতি উহ্লাচিং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মিঃ অংচমং, মানবাধিকার ও বিশিষ্ট নারী নেত্রী ডনাইপ্রু নেলী সহ প্রমুখ।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছি। শহীদ ছেলেদের প্রতি সম্মান জানিয়ে খালি পায়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মোমবাতি হাতে সারা শহর ঘুরে মৌন মিছিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।