এম. হান্নান ক্রাইম রিপোর্টা পটুয়াখালী
পটুয়াখালী জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটি কতৃক গলাচিপায় বাজার মনিটরিং করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ টি বীজ ভান্ডারে ৪ হাজার টাকা, দুইটি ভেটেনারি দোকানে ৬ হাজার টাকা, ছয়টি সবজির দোকানে ৬ হাজার ও দুইটি মুদি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর বাজার মনিটরিং পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোহাইব মিয়া। এসময় তার সাথে ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস, সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস ও ছাত্র প্রতিনিধি। জনস্বার্থে এ রকম অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।