অফিস ডেস্ক ঃ
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/ভবতোষ রায়, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার এসআই (নি:) মুহিদ হাসান, এএসআই (নিঃ)/মোঃ আবু আল ইমরান, ও এএসআই (নি:) শ্রী রমেন কুমার সরকার সহ মাদকবিরোধী অভিযানে আজ ২৮ জুন ২০২৪ তারিখ সন্ধ্যা ৫-০৫ মিনিটের সময় দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর (মাঝপাড়া) গ্রামের পলাতক আসামী মোঃ সুজন (২৮), পিতা- মোঃ সিরাজুল, সাং-ঈশ্বরচন্দ্রপুর (মাঝপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর বসত ঘরের সামনে উঠান হতে ৩৬ (ছত্রিশ ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এ বিষয় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান দৈনিক লিখনী সংবাদ কে জানান, মাদক নির্মুলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে। কোন মাদক ব্যাবসায়িকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।