মোঃ রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি (রংপুর)-ঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে তরুণ প্রগতি সংঘ, পীরগাছা`র উদ্যোগে শনিবার (১০ আগস্ট ) রাত ৯ঃ৩০ মিনিটে রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ দ্বিমুখী উচ্চবিদ্যালয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় শহিদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের সময় উপস্থিতি ছিলেন তরুণ প্রগতি সংঘের আহ্বায়ক মেজবাউল ইসলাম,সদস্য সচিব আল-আমীন (শুভ),এবং সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, শাওন ইসলাম, সাদিক হাসান,বাঁধ চন্দ্র দাস, কাওসার আলী,তীর্থ দেব,রিদয় হাসান,পবিত্র কুমার, রাছেল বাবু সহ সকল সদস্য গণ।
তরুণ প্রগতি সংঘের আহব্বায়ক মেজবাউল ইসলাম বলেন, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র কাঠামো গঠনের যে চেতনাকে ধারণ করে এত জীবন, রক্ত, ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় অগণতান্ত্রিক, জবাবদিহিতা বিহীন, সাম্প্রদায়িক ও স্বৈরতন্ত্রের জন্ম না দেয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বক্তারা অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসন এবং বিশেষভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এসময় তরুণ প্রগতি সংঘের সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পবিত্র কুমার বলেন,আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে,তার অবদান আমরা কখনোই ভুলব না আর ভুলার মত নয়। সারা বাংলাদেশ নয় বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে। যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি। আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব,সম্মান জানাবো।