মোঃ মুনছুর হেলাল, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
দেশ অথবা বিদেশের তরুণ-তরুণীদের প্রেমের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তরুণ·তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চ্যাটিং করে নিমিষেই বানিয়ে ফেলছেন একে অপরের একজন ভালো বন্ধু। কিছুদিন চলে তাদের এই কথাবার্তা ও ম্যাসেন্জারে চ্যাটিং।
তারপরেই রূপ নেই বন্ধু থেকে প্রেমিক । শুধু বাংলাদেশেই নয় বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকেও বিদেশিরা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং। ইতিমধ্যে অনেক বিদেশী তাদের মা, বাবা, ভাই, বোনকে রেখে চলে এসেছেন প্রেমের টানে বাংলাদেশ । অনেক বাঙালি নারীরাও প্রেমের টানে চলে গিয়েছেন বিদেশে ।
আবার অনেক মানুষ এই ফেসবুকের প্রেমে প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রীতি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ঠাকুরগাঁয়ের মেয়ে রত্না রানী দাসের প্রেম কাহিনি । সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুর ইতালি থেকে প্রেমের টানে চলে আসেন আলিসেন্ড্রা নামের এক যুবক। রত্না দাসের সাথে হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। অবশেষে রত্না দাশকে বাংলাদেশে রেখে ইটালিয়ান যুবক আলিসেন্ড্রা পাড়ি জমিয়েছেন তার নিজ দেশে ।
রত্না দাস এর মতই এই পৃথিবীতে আরো অসংখ্য মানুষ ফেসবুকে প্রেমের প্রতারণার শিকার হচ্ছেন। এদিকে সুশীল সমাজ বলছে ফেসবুকের প্রেম বেশি দিন টিকে থাকে না। সাময়িক সময়ের জন্য মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে ভালোবাসার স্বস্তি পাওয়া গেলেও পরবর্তীতে বিয়ে-শাদী করে কিছুদিন ঘর সংসার করে অনেক তরুণ–তরুণী দুজনের পক্ষে বোনাবোনি না হওয়ার কারণে দুজন দুজনকে ডিভোর্স করেছেন । ফেসবুকের প্রেম খুব কম মানুষের ভালোবাসার সুখের সংসারে রূপ নেয়।
আবার অনেক তরুণ তরুণীর জীবনে বয়ে আনে অশান্তি । অনেকেই ফেসবুকে প্রেম করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন । তাই সবাইকে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার চ্যাটিং ব্যবহার করে প্রেম সংক্রান্ত কোন কাজ যেন আমরা জড়িয়ে না যাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং বিষয়ে আগে থেকেই অবগত রাখতে হবে । যেন তারা ভুলক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে প্রেম ভালবাসা না করেন।