মো :হৃদয় হাসান, স্টাফ রিপোর্টার
জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা-১৪৩০ কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে রবীন্দ্র সংগীত শিল্পীদের নিয়ে জেলা পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মানস ভট্টাচার্য্যর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক ও বাছাই পর্বের বিচারক ফেরদৌস আরা লিপি ও শহীদ হোসেন টিটু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, নব-নির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ ও বাছাই পর্ব উপ-কমিটির আহবায়ক সুমন কান্তি রায়, সহ-সভাপতি রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, সাবেক কোষাধ্যক্ষ লেলীন নাগ, নির্বাহী সদস্য নূরুল মতিন সৈকত ও রবীন্দ্র সংগীত শিল্পী চৈত্রী দাস।
বাছাই পর্বে কিশোর বিভাগের জন্য ২০টি রবীন্দ্র সংগীত ও সাধারণ বিভাগের জন্য ২০টি রবীন্দ্র সংগীত গান নির্বাচিত করা হয়। তার মধ্যে যেকোনো একটি গান অংশগ্রহন শিল্পীদের গাইতে হবে।
জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন প্রশিক্ষণ ছাড়া কোনো শিল্পী উপরে উঠতে পারে না। মনে রাখবেন, প্রশিক্ষণ যতই কঠিন হবে যুদ্ধ ততই সহজ হবে। শুদ্ধভাবে রবীন্দ্র সংগীত গাইতে হবে শিল্পীদের।