মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা দেবহাটার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।
রোববার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন।
পাশাপাশি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা, জেয়ার গুচ্ছগ্রাম, নোড়ারচক, নাজিরের ঘের সহ আশপাশের এলাকায় প্রায় প্রতি রাতেই মৎস্য ঘের মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ লুট, সড়ক-মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহনের দৌরাত্ম, আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত, সীমান্তে মাদক ব্যবসা ও চোরাচালান, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে ব্যপক আলোচনা ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম সহ বিজিবি প্রতিনিধিগণ ও অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।