উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
ভোটার খরার মধ্য দিয়ে নওগাঁর মান্দা ও মহাদেবপুর চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার সরকার ও নারী ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি নির্বাচিত হন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে ২৪৮৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৪২২১ ভোট। এ পদে তীব্র প্রতিদ্বন্দ্বীতা অনুষ্ঠিত হয়।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে উত্তম কুমার সরকার ৪০৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ১৪৬২০ ভোট। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে নির্বাচিত হয়েছেন আরফানা বেগম ফেন্সি। তিনি পেয়েছেন ৩৩১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবা সিদ্দিকা রুমা পেয়েছেন ২৩২৭৯ ভোট। উল্লেখ্য, মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৩৩৩জন। ভোট আদায়ের হার ছিল ২৭ দশমিক ১৯। উপজেলার ১১৭টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলার নির্বাচনের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান (বালু মাসুদ) আনারস মার্কয় ৪১৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত চেয়ারম্যান,তার প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম মার্কা আয়েশা ভোদন ২৭০৩৫ ভোট পেয়ে দ্বিতীয় হন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ আহসান হাবিব চশমা মার্কায় ২৭৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হন তার প্রতিদ্বন্দি মামুনুর রশিদ বৈদ্যুতিক বাল্ব ১৫৫৪৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মার্জিয়া সুলতানা ( তৃষা) হাঁস মার্কায় ৩৮৫৪৩ ভোট,তার প্রতিদ্বন্দ্বী পরিমিতা মঞ্জুরি মন্ডল পদ্মফুল মার্কায় ২৩৬৮২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। উল্লেখ্য মধুপুর উপজেলার পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৩৯২৪ আর বাতিল ৩৬৫১
ভোট আদায়ের হার ৩৭,৫১%
মহাদেবপুর উপজেলার ৮৪ টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নওগাঁ।