মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
মাদক ব্যাবসার সাথে জড়িত মোঃ স্বপন শেখ(৩২) নামের ০১জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ স্বপন শেখ(৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মৃত হারেজ শেখের ছেলে। গত ১৪ নভেম্বর'২৪ দুপুর ২-২০ মিনিটের দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের জনৈক গোলাম কিবরিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মাসুদুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মাজহারুল ইসলাম ও এএসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ স্বপন শেখ(৩২) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।এ বিষয় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান দৈনিক লিখনী সংবাদ কে জানান, এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।