আমানুল্লাহ আসিফ বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ৪৯তম আসর অনুষ্ঠিত হয়েছে।
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানে ১২জুলাই শুক্রবার উপজেলার সেঁজুতি অঙ্গনে এই আসর অনুষ্ঠিত হয়। এবারের আসরের শিরোনাম ছিলো
‘মুক্তিযুদ্ধে কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধ এবং যুদ্ধ উত্তর প্রজন্ম’। নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ও মাসিক কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক
বক্তব্য উপস্থাপন করেন কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রজব আলী তালুকদার ও নুরুল ইসলাম। এছাড়াও বীরপুত্র লুৎফুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমান মানিক সাহার সঞ্চালনায় আরো বক্তব্য উপস্থাপন করেন প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের ছোট ভাই ও সনাক সদস্য এনএম সাদরুল আহসান মাসুম, বীরপুত্র সাব্বির মোকাম্মেল কাজল, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী প্রমুখ।
এসময় বক্তারা কাটাখালি ও খাটোয়াপাড়া যুদ্ধে আশ্রয়দাতা নঈম উদ্দীনের পরিবারের ৬জন শহীদ এখনো পর্যন্ত স্বীকৃতি না পাওয়ায় তাদের স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল, শিক্ষক অরুপ দেবনাথ, শিক্ষক শান্তি সাহা, সংগীত শিক্ষক মনি গাঙ্গুলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির আহমেদ বাদশা, সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক অমিত চক্রবর্তী, সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির, আওয়াল হোসেন টুটুল, প্রাঞ্জল সাহা, তিথি সাহা।
গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি ও পৌসি সাহা।