আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকতায় বর্তমানে চলছে রবি মৌসুম যা সবজি উৎপাদনের মুল-সৃজন।আর এই সৃজনেও শেরপুরের নালিতাবাড়ীতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি।যার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে।
গতকাল বিকালে উপজেলার পৌর শহরের উত্তর বাজারে সবজির দোকানগুলোতে ঘুরে দেখা গেছে ৩০-৪০টাকা কেজি দরে আলু,১১০টাকা কেজি দরে পেঁয়াজ,২০০-২৪০টাকা কেজি দরে রসুন বিক্রি হচ্ছে। এছাড়াও ৮০টাকা কেজি দরে করলা,৬০টাকা কেজি দরে শিম,৬০টাকা কেজি দরে শসা,৫০টাকা কেজি দরে বেগুন,৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ,৪০টাকা কেজি দরে গাজর,৩০টাকা কেজি দরে ফুলকপি ও ৩০টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে।
এসময় কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা বলেন এখন সবজির মূল সৃজন আর এই সময় সবজির দাম এত বেশি থাকার কথা না।দিনমজুর রমজান আলী বলেন যে কয় টেহা কামাই করি এগুলা বাজার করতেই হারা যায়। আবার এইবার তরহারির দামডাও বেশি।বাজারে লক্ষ্য করা যায় পেঁয়াজের দাম নিয়েই বেশি আলোচনা হচ্ছে।তবে বিক্রেতারা জানান ক্রয়মূল্য বেশি থাকার কারণে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে তাদের।