আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধি:
২১মে দ্বিতীয় ধাপে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬১হাজার ৭৯৬ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি হাজী মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯হাজার ৮০৭ভোট। বাকী দুই প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১হাজার ৪৪৫ ভোট। এছাড়াও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আছমা ৮০০ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী শেখ ফরিদ ৩৯হাজার ৭৩৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রাজন পেয়েছেন ৩৩হাজার ২৫ভোট। এছাড়াও আরো দুই প্রার্থীর মধ্যে তালা প্রতীকের প্রার্থী বাবুল হোসেন পেয়েছেন ১৫হাজার ৮৯৯ভোট এবং ইসমাইল হোসেন মাষ্টার টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১২হাজার ৪৩ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসি প্রতীকে ৬৮হাজার ৮৫১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী নোহেলিকা দিব্রা পেয়েছেন ১৪হাজার ২৫৮ভোট।
পদ্মফুল প্রতীকের প্রার্থী ক্লোডিয়া নকরেক কেয়া পেয়েছেন ১৩হাজার ১৬৩ভোট এবং হাস প্রতীকের প্রার্থী রাজিয়া সুলতানা পেয়েছেন ৪হাজার ৪১৬ভোট।