অভয়নগর প্রতিনিধি ঃ মাহাদী হাসান মেহেদী।
নোয়াখালীর বেগমগঞ্জের পথে অভয়নগরের মানবতার নতুন প্রজন্মের ছাত্র সমাজের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বানভাসি মানুষের কাছে।
যশোরের অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ স্যারের দিকনির্দেশনায় মানবতার ছাত্র সমাজের উদ্যোগে ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় বানভাসি মানুষের পাশে দাড়াতে চাল,ডাল,ভোজ্য তেল,আলু, চিড়া, বিস্কুট সহ শিশুদের জন্যেও শিশু খাবার নিয়ে রওয়ানা হয়েছে সংগঠনীক সক্রিয় সদস্যরা।
বিকাল ৫টায় অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ’ আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু করে দেন।
এসময় সংগঠনের উপদেষ্টা হারুন অর রশীদ বলেন মানবতার ছাত্র সমাজ সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন মানুষের বিপদে পাশে থাকতে করোনা মহামারীর সময় হতে এই সংগঠন কাজ করে আসছে।
আরও বক্তব্য রাখেন, প্রধান দায়িত্বশীল সক্রিয় সদস্য রাসেল আকুঞ্জি, তিনি বলেন সন্ধার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জ’র উদ্দেশ্যে আমরা রওনা দিবো বানভাসি মানুষের পাশে থাকতে আমাদের ক্ষুদ্র প্রয়স বিপদমুখর পরিবারের কাজে লাগবে।
এসময় উপস্থিত থেকে আলোকপাত করেন আলহাজ্ব আব্দুল হালিম ও মোজাম্মেল হোসেন।
মানবতার ছাত্র সমাজের ব্যানারে এসে আরও কথা বলেন, মাওলানা জাকির হোসেন।
পরে প্রধান অতিথি মানবতার ছাত্র সমাজ সংগঠনটি পরিদর্শন করে উত্তরাত্তর সফলতা কামনা করেন।
আমরা অভয়নগরবাসি বর্তমান তরুন সমাজকে জানাই অভিনন্দন। দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ এই তরুন সমাজের সাথে থেকে আমাদের এমন হাজারও ভালোকাজের উদ্দোগে সহায়তা করতে সাহায্য করুন আমিনা।