মোঃআরিফুর রহমান (মামুন) নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) যাত্রা শুরু করেছে এইচ আর(হিউম্যান রিসোর্স) ক্লাব। পবিপ্রবির ক্লাবিং ইতিহাসে এক নতুন ক্লাব হিসেবে যাত্রা শুরু করলো এই এইচআর ক্লাব(মানবসম্পদ উন্নয়ন
১২ নভেম্বর(মঙ্গলবার) ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার ও ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ক্লাব ও আগামী এক বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আহমেদ সোহেল আমিন সাকিব ও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন একই অনুষদ ও বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: মাজহারুল ইসলাম মারুফ। প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য বলা হয়েছে।
এব্যাপারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন,”এইচ আর ক্লাবের লক্ষ্য হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী কর্পোরেট দুনিয়াতে কি কি বিষয়ের অনুশীলন চলছে তার আলোকে কর্মসূচি গ্রহণ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা, নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এইচ আর ক্লাব এর আরও একটি উদ্দেশ্য হলো ইন্ডাস্ট্রি লিংকেজ এর মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনার নতুন জ্ঞান বা অনুশীলন গুলোর আলোকে ক্লাব সংশ্লিষ্টদের ক্যারিয়ারের উন্নতি ঘটানো। পবিপ্রবি এইচআর ক্লাব বাংলাদেশের আগামী দিনের দক্ষ ব্যবস্থাপক তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এছাড়াও কর্পোরেট দুনিয়ার জন্য দক্ষ পবিপ্রবিয়ান তৈরিতে পবিপ্রবি এইচআর ক্লাব কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
এছাড়া এইচআর ক্লাবের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি সোহেল আমিন সাকিব বলেন,” ম্যানেজমেন্ট বিভাগ থেকে আমরা প্রতি বছরই `ম্যানেজমেন্টে ডে` পালন করে থাকি। এই বছরেও নভেম্বর মাসের ১২ তারিখে আমরা `ম্যানেজমেন্ট ডে` পালন করি। তবে এবারের আয়োজনটা ছিল একটু ভিন্ন। কারণ আমাদের ম্যানেজমেন্ট বিভাগ থেকে এক নতুন ক্লাবের শুভ উদ্বোধন করি `এইচআর ক্লাব`।” এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম স্যার, সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন স্যার, সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম স্যার এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম ভাইয়ের প্রতি, যাদের উৎসাহ ও অনুপ্রেরণায় এই ক্লাবের যাত্রা শুরু হয়েছে।আমাদের এই ক্লাব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এইচআর, ম্যানেজমেন্ট বিষয়ক জ্ঞান লাভ করতে সাহায্য করবে। শুধু এইচআর বিষয়েই নয় নেতৃত্বের গুণাবলী অর্জনেও সাহায্য করবে। সর্বোপরি এই ক্লাব শিক্ষার্থীদের সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।”
উল্লেখ্য যে গত ১২ নভেম্বর পবিপ্রবিতে ৫ম ম্যানেজমেন্ট ডে উপলক্ষে র্যালি ও এক কর্মশালার আয়োজন করা হয়।