কে.এম. আতিক হাসান:
পাবনার আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর হ্যাপি টেকনোলজিস এর উদ্যোগ ৯ম পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (সোমবার) বিকালে আটঘরিয়া উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত পিঠা উৎসবে উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন৷ দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাদিউল ইসলাম , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্স টিভির জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহম্মেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রমুখ ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হ্যাপি টেকনোলজিস এর নির্বাহী পরিচালক ও আয়োজক মোঃ আবু সাঈদ।
হরেক রকম সর্বাধীকপিঠা এনে এবং স্বাদে সেরা প্রথম হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী ও ক্ষুদে উদ্দোক্তা উম্মে জান্নাত তামান্না৷