তামিম ইকবাল রাজু,বরিশাল প্রতিনিধি
চলতি বছরের ২০২৪ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬৭ হাজার ১১৪ জন এবং পাশ করেছেন ৫৪হাজার ৮৯জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ জন।
এর মাঝে, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৬২৩জন, পাশ করেছে ১৩ হাজার ৩২৬ জন যা মোট পরীক্ষার্থীর ৯২.৫১ শতাংশ। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৯২ জন শিক্ষার্থী।
মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৩৮৯জন,মোট পাশ করেছে ৩৪ হাজার ৬১১ জন যা মোট পরীক্ষার্থীর ৭৯.১৪ শতাংশ। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ হাজর ৫৮২ জন শিক্ষার্থী।
বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ১০২জন,মোট পাশ করেছে ৬ হাজার ১৫২ জন যা মোট পরীক্ষার্থীর ৭৭.২০ শতাংশ। এ বিভাগে জিপিএ ৫ পেয়েছে ২৯৩ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, সারা দেশে সারাদেশে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৮০ হাজার ৯৩৩ জন মেয়ে ও ৬৪ হাজার ৯৭৮ জন ছেলে।