বসুন্দিয়ায় এসএস সি ২৩ ব্যাচের বন্ধুমহলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি : আরিয়ান খান
যশোর সদরের বসু্দিয়া মোড় বাসষ্ট্যান্ডে,আড্ডা ক্যাফে’তে ২০ রমজান রবিবার, জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএস সি ২০২৩ ব্যাচের বন্ধু মহলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২৩ বন্ধু মহলের নিজস্ব প্রচেষ্টায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাতের পর ইফতার শেষে মাগরিবের নামাজের মধ্যে দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। রাতদিন নিউজ। আমরা আছি সবসময় সবার পাশে।