মোঃ সাগর আহমেদ সজিব, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে আজ সকাল থেকেই পর্যটক ও দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কুয়াকাটার বালুকাবেলায় ভিড় জমিয়েছেন।
পর্যটকদের মধ্যে কেউ বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনদের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করে, কেউ আবার বেলাভূমিতে জাতীয় পতাকা হাতে স্মৃতির ছবি তুলে সময় কাটাচ্ছেন।
ঢাকা থেকে আসা পর্যটক রুবেল হোসেন জানান, বিজয় দিবসে কুয়াকাটা আসাটা বিশেষ আনন্দের। এখানে সমুদ্রের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বিজয়ের অনুভূতিও অন্যরকম।
এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজি বলেন, বিজয় দিবস উপলক্ষে পর্যটকদের আগমনে হোটেল-মোটেলগুলোতে রুম বুকিং প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এ ধরনের উৎসবমুখর পরিবেশ পর্যটন শিল্পের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত দেশের একমাত্র স্থান, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বিজয় দিবসে এমন পরিবেশ যেন আরও সৌন্দর্য ও প্রাণবন্ততা যোগ করেছে।