সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি )
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নূর এডুকেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । কুইজ প্রতিযোগিতায় নবম দশম,একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। পড়ালেখা পাশাপাশি সাধারন জ্ঞান এবং বুদ্ধির পরিচয় ধাবিত করার জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ।
এ বিষয়ে নূর এডুকেয়ার কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ নূর বলেন , আজকে মহান বিজয় দিবস, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে বাংলার দামাল ছেলেরা । তাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ । তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
আজকের কুইজ প্রতিযোগিতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজন করা হয়েছে । কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এবং দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে । প্রত্যেক শ্রেনির একক ভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মেধার ভিত্তিতে তারা পুরস্কার গ্রহণ করেন ।