স্টাফ রিপোর্ট মো: নূরুল হুদা
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য শেখ আমজাদ হোসেন (৬৮) সোমবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন–
ইন্না ইন্না ইলাইহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ১৫ মে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন১৯৭১ সালের মহান স্বাধীনতার অংশগ্রহণ করেন এবং ১৯৭২ সালের সেনাবাহিনীতে যোগদান করেন দীর্ঘ ১৫ বছর সম্মানের সাথে চাকরি শেষ করেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি ২ জানুয়ারি ফুসফুসের রোগে কারণে সিএমএইচ ভর্তি হন ৬৮ বছর বয়সে ১১ মার্চ ২:৩০ এর সময় ইনতেকাল করেন মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদায় কান্দাপাড়া খেলাফত হোসেন হাফিজিয়া মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য শেখ আমজাদ হোসেনের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সহযোদ্ধারা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে কান্দাপাড়া গন কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দাফন কার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আকবর আলীে পুত্র।