1. admin@dailylikonisongbad.com : admin :
  2. shakshakil4@gmail.com : Rana : Rana Ahmed
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এই জগতের মায়া ত্যাগকরে না ফেরার দেশে পারি দিলেন সাংবাদিক আবুসাঈদ নওগাঁর মহাদেবপুরে জাতীয় বিজয় দিবসে বেহুলাতলা প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষক অনুপস্থিত! মণিরামপুরে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি, পৃথকভাবে আলচোনা সভা ” ঢাকা সাভার আশুলিয়ায় এনজিওর মামলায় দুই শিশুসহ মা গ্রেফতার “ নোয়াখালীতে টিম অব ভলেন্টিয়ার সংগঠনের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ নিয়ে আর কত প্রহসন ব্রাক সিডের আলু লাগিয়ে গজায়নি চারা,হতাশায় কৃষক  খুলনায় ভোক্তা অধিকারের অভিযানঃ জরিমানা ৮৪ হাজার  যশোরে আদালত অমান্য করে সন্ত্রাসী কায়দায় ব্যক্তিমালিকানাধীন জমি দখল চেষ্টার অভিযোগ প্রশাসনের কাছে সুবিচার ও নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী শৈলকুপায় জামুকা সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠিত।

ব্রাক সিডের আলু লাগিয়ে গজায়নি চারা,হতাশায় কৃষক 

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

মোঃফজলুর রহমান (সুইট)

 

জয়পুরহাটে বেসরকারি কোম্পানি ব্রাক সিডের আলুর বীজ লাগিয়ে একই এলাকার অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উচ্চ দামে আলুর বীজ কিনে ২০-২৫ দিনেই আলুর গাছ না উঠায় চরম বিপাকে পড়েছেন জয়পুরহাট সদর উপজেলার ধারকী এলাকার প্রায় অর্ধশত কৃষক।

মাঠের জমির বেশিরভাগ অংশ চারা বিহীন অবস্থায় খালি পড়ে রয়েছে । এতে কৃষকরা চলতি আলু মৌসুমে কৃষকদের চরম ক্ষতি হয়েছে বলে জানান তারা। এমন অবস্থায় ব্রাকের সিডের  বিরুদ্ধে প্রশাসনের আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েন তারা।

সরেজমিনে জানা গেছে,জয়পুরহাট সদর উপজেলার ধারকী  মাঠে ধারকী গ্রামের কৃষক ফিরোজ হোসেনের প্রায় ২ বিঘা, আশরাফ আলীর ৩ বিঘা, মুনজুরুল ৩ বিঘা, এরফান আলীর ১ বিঘা, ফরিদ আকন্দের ২ বিঘা, জামিল উদ্দিনের ৩ বিঘা, বজলু হোসেনের ৩ বিঘা,  এন্তাজ হোসেনের ২ বিঘা, হামিদ হোসেনের  ৩ বিঘা, ফারুক হোসেনের ২ বিঘা, মুকুল হোসেনের ২ বিঘা,  সাইমদ্দিনের  ১ বিঘা, আঃ হামিদের ৪৫ শতাংশসহ আরও প্রায় ৩৫ জন কৃষকের রোপণ করা ব্রাকের ক্যারেজ জাতের আলুর চারা গজায়নি।

জমিতে দু’একটি গাছ জন্মালেও পুরো ক্ষেত খালি পড়ে রয়েছে। অথচ তারা জয়পুরহাট সদরের  ব্রাক সিডের ডিলার গোলাম রব্বানী, ক্ষেতলালের ওসমান, স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান, মুক্তার হোসেনসহ কয়েকজন বীজ ব্যবসায়ীদের কাছ থেকে ব্রাকের ক্যারেজ জাতের  প্রায় ১২ লাখ টাকার বীজ আলু কিনেছিলেন। যা তারা ২০-২৫ দিন আগে প্রায় ৬০ বিঘা জমিতে রোপণ করলেও ১০ ভাগ চারাও গজায়নি তাদের জমিতে।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ পর্যন্ত তাদের জমিতে  খরচ হয়েছে প্রতি জনের বিঘা প্রতি প্রায় ৩২ থেকে ৩৫ হাজার টাকার মতো। যা থেকে তারা ১০ মণ আলুও পাবেন না বলে আশঙ্কা করছেন।

ধারকী গ্রামের কৃষক বজলু মিয়া  (৪৮) বলেন, আমি সদর উপজেলার ব্রাক সিডের ডিলার  গোলাম রব্বানীর কাছ থেকে কোম ১৫ বস্তা ব্রাকের ক্যারেজ আলু কিনে ৩ বিঘা জমিতে লাগিয়েছি কিন্তু সেই জমিতে চারভাগের এক ভাগ গাছও উঠেনি জমিতে। তিনি বলেন, এই তিনবিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা, আলু ভালো হলে আমি সেখান থেকে প্রায় দুই লাখ টাকা বিক্রি করতাম সেখানে আমার এখন ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি সম্মুখীন হবো।

একই গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, সে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার ব্রাকের ডিলার  ওসমানের কাছে থেকে ১০ বস্তা আলু মূল্যের চেয়ে বেশি দামে কিনে তার জমিতে লাগিয়েছিলেন তারজমিতেও একই অবস্থা, তিনি বলেন,  তাদের মতো এলাকার প্রায় ৫০-৬০ জন কৃষকেরও আলু রোপণ করে চারাগাছ গজায়নি।

ব্রাক সিডের  ডিলার গোলাম রব্বানী বলেন, কৃষকদের কারনেই আলুর সমস্যা হয়েছে। তিনি বলেন, আলুর জমির মাটি বেশি সেঁতসেঁতে থাকায় এই সমস্যা হয়েছে, এতে আমাদের কোন দায়ভার নেই।বিষয়টি জানার পর কোম্পানিকে জানানো হয়েছে ।

এ বিষয় জানতে চাইলে ব্রাকের টেরিটরি ম্যানেজার জহুরুল ইসলাম বলেন, কৃষকদের ভুলের কারণেই আলু পচে গেছে, কৃষকরা ভেজা মাটিতে আলু লাগানোর ফলেই এই সমস্যা হয়েছে বলে জানান তিনি।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকতা আমিনুল ইসলাম বলেন এ বিষয়ে কৃষকদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি, ইতিমধ্যে কৃষি অফিসার বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার কৃষি   কর্মকর্তা রাফসিয়া জাহান দৈনিক লিখনী সংবাদ কে বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে আমরা সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, তদন্তের পরে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park