মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ রিপোর্টা
আজ ০৫ জুলাই, শুক্রবার রাত ০৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ঐতিহাসিক শশীলজের সামনে ধারণ করা ‘ইত্যাদি’। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১২ সালের জুন মাসে ময়মনসিংহের প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন শশীলজে অনুষ্ঠানটি ধারণ করা হয়।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।
ময়মনসিংহের লোক ধারায় নবজাতক শিশুকে নিয়ে দাদা-দাদি, নানা-নানি যে আনন্দগীতি গেয়ে উৎসব করতেন সেই বিষয় নিয়েই দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। রয়েছে স্থানীয় তিন শতাধিক নৃত্যশিল্পী’র পরিবেশনায় মহুয়ার গান, গারো সম্প্রদায়ের গান এবং ময়মনসিংহের একটি মৌলিক গানের অংশ নিয়ে একটি নৃত্য।
‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে ময়মনসিংহ এবং শশীলজকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং দর্শক পর্বে পুরস্কার দেয়া হয়েছে ময়মনসিংহের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে ময়মনসিংহের নেত্রকোনার নিবেদিত প্রাণ লোকসংগীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি পরিবেশিত একটি গানের উপর করা প্রশ্নোত্তরের মাধ্যমে। গানটি লিখেছেন ময়মনসিংহেরই আর একজন গুণী শিল্পী প্রয়াত আব্দুর রশীদ মিয়া। আর এই পর্বের পুরস্কার প্রদান করেন ‘কইনচেন দেহী’ খ্যাত ময়মনসিংহের কৃতি শিল্পী সিরাজুল হক মন্টু। উল্লেখ্য টিভি পর্দায় শিল্পী সিরাজুল হক মন্টু’র এটিই ছিল শেষ উপস্থিতি।
অনুষ্ঠানে নানি-নাতি, মামা-ভাগ্নে, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।