মিজানুর রহমান-স্টাফ রিপোর্টার
গেল ৭ আগস্ট বুধবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানাই ঐদিন সকালে স্বাভাবিকভাবে সবাই জমিতে কাজ করছিল। এমন সময় ওই গ্রামের আবুল কাশেম, তরিকুল ইসলাম, ও তুহিনীর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের জমির ফসল তসরুপ ও জমি দখলের চেষ্টা করে। সে সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে সুখজান খাতুন, আশকার আলী,অহিদুল ইসলাম, ওমর আলীসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। দ্রুত তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় ভুক্তভোগীদের ১০ বিঘা ধান ১২ বিঘা পাট সহ কলা,আখ ও ফুলের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।