1. admin@dailylikonisongbad.com : admin :
  2. shakshakil4@gmail.com : Rana : Rana Ahmed
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে ৩ টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমানা আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস রাজবাড়ীতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ১ জন গ্রেপ্তার রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মুদ্রাসহ ১ জন গ্রেফতার বিজয় দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) ইন্তেকাল,শোকপ্রকাশ চুনারুঘাট থেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলার প্রধান আসামি আবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার। জুবায়েরপন্থিদের খোলা চিঠি দিয়ে যে আহ্বান জানাল সাদপন্থিরা অবশেষে সকল বাধা পেরিয়ে ৪ জানুয়ারি কুষ্টিয়ার কর্মী সমাবেশে আসছেন আমিরে জামাত লেখক সাহিত্যিক ও শিক্ষাবিদ গোলাম মাকসুদ হিলালী এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি :

মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) ইন্তেকাল,শোকপ্রকাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

 

মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

ফরহাদাবাদ দরবার শরীফের পীর ও অলিয়ে কামেল হযরত মাওলানা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (র:)’র বড় জামাতা, পূর্ব ধলইস্থ লুৎফদ্দীন জামেউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ধলই সোনাইরকুলস্থ কুতুব চৌধুরী জামে মসজিদের খতিব, মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, পূর্ব ধলইয়ের প্রবীণ আলেম দ্বীন, অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ), শাহানশাহ মাইজভাণ্ডারী (কঃ) ও মুফতিয়ে আজম আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র ছোহবত প্রাপ্ত, খলিফায়ে ফরহাদাবাদ দরবার শরীফ পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ শফিউল বারী (রহ.) গত মঙ্গলবার রাত ৩:৪৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বাদে আসর কাটিরহাট উচ্চ বিদ্যালয় ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী, সৈয়দ হাসান ফরহাদাবাদী, সৈয়দ হোসাইন ফরহাদাবাদী সহ আওলাদে ফরহাদাবাদী, খোলাফায়ে ফরহাদাবাদ দরবার শরীফ রহুল ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শফিউল বশর নঈমী ও আওলাদবৃন্দ, হারুয়ালছড়ি দরবার শরীফের হযরত জাফর সাদেক আহাদী, হযরত বোরহান উদ্দীন শফিউল বশর ও আওলাদবৃন্দ, মির্জাপুর দরবারের আওলাদবৃন্দ, হাশেমিয়া-রহমিয়া দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত হযরত কাজী মোদাচ্ছের হাশেমী, আঞ্জুমান ও গাউসিয়া কমিটির মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, ওলামায়ে আহলে সুন্নাত মুফতি খোরশেদ আলম রেজভী, অধ্যাপক আব্দুর রহিম মুনিরী, মাওলানা হাসান মুনিরী, মাওলানা নুরুল আবছার শরীফ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ধলই ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক – সামাজিক ব্যক্তিত্ব, দরবার ভিত্তিক বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ ধলই ইউনিয়ন এর সর্বস্তরের এলাকাবাসী। হুজুরের ইন্তেকালে গাউসিয়া হক মঞ্জিল, আঞ্জুমানে আমিনিয়া ফয়জিয়া, আল্লামা ফরহাদাবাদী একাডেমী, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদ, আল্লামা ফরহাদাবাদী ও আল্লামা শেরে বাংলা তরুণ পরিষদ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল সহ গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখা সংগঠন, গাউসিয়া কমিটির বিভিন্ন শাখা সংগঠন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা এবং ধলই ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দরবারী ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক লিখনী সংবাদ
Theme Customized By Shakil IT Park