ক্রাইম রিপোর্টার :
যশোরের কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারগাতি হাটবিলা এলাকায় ব্যক্তি মালিকানাধীন ৬২ শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে হাটবিলা মৌজার এসএ খতিয়ান ৫৭১ এর ৬২ শতাংশ জমির মালিক ইদ্রিস আলীর করা এক অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী জানা গেছে-
যশোর কোতোয়ালি থানাধীন ১০ নং নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারগাতি হাটবিলা মৌজার এস এ খতিয়ান- ৫৭১ এর এস এ দাগ ১৩৯৮ এবং আর এস খতিয়ান ৩৭৮ এর আর এস দাগ ১২৪৩ এর ১৪০ শতাংশ জমির ৬২ শতাংশ জমির ওয়ারিশ ও রেকর্ডসূত্রে মালিক অভিযোগকারী ইদ্রিস আলী। কিন্ত ইদ্রীসের মালিকানাধীন এ জমিটি জোর পূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মৃত কাশেম গাজীর পরিবার৷ এ নিয়ে মামলা হলেও রায় অভিযোগকারী ইদ্রিসের পক্ষেই আসে। কিন্ত আদালতের আদেশকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৫ ডিসেম্বর সকাল ৭ টায় প্রতিপক্ষ মৃত কাশেম গাজীর ৩ ছেলে রিপন গাজী, জামাল গাজী ও সবুজ গাজী সহ আরো ৫-৭ জন সন্ত্রাসী মিলে জোরপূর্বক উক্ত মালিকানাধীন জমিটিতে ঢুকে জমিটি দখলে নেয়ার বেআইনি অপচেষ্টা চালায়। খবর পেয়ে বাধা দিতে গেলে জমির মালিক ও অভিযোগ কারী ইদ্রিস আলীকে নানান রকমের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত রিপন গাজী ও তার সঙ্গীয় লোকজন। এ ব্যাপারে জমির মালিক ইদ্রিস আলীর অভিযোগ – অভিযুক্তরা নানানভাবে বেআইনি পন্থায় ও গায়ের জোরে জমিটি দখলে নেয়ার পায়তারা অব্যাহত রেখেছে। আদালতের নির্দেশনাও মানছে না তারা৷ মহামান্য আদালতের নির্দেশনা যেনো কেও অমান্য করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন ভু্ৃক্তভোগী ইদ্রিস আলী।