মেহেদী হাসান মামুন, সদর উপজেলা প্রতিনিধি, যশোর।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, যশোর এর আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা প্রশাসক, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, যশোর জেলা শাখা। জনাব ডাক্তার মোঃ হারুন অর রশিদ, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর। জনাব মোঃ বখতিয়ার হোসেন, উপ-পরিচালক, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, যশোর।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার তার বক্তব্যে, দুধে ভেজাল, দুধ সহজে বাজারজাত করণ, দুধ সংরক্ষণ সহ শিক্ষক-শিক্ষিকাদের কে দুধ সম্পর্কে পুষ্টি গুন পাঠদানের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করেন।
দুধ সংরক্ষণের উপর সরকারের বিশেষ নজরদারি কামনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন।
দুধ শিল্প বাঁচাতে খামারিদের সহায়তা চান মোঃ জয়নাল আবেদিন, সভাপতি, ডেইরি এসোসিয়েন যশোর।
এবং গোখাদ্যের দাম বৃদ্ধির বিষয়ে সহযোগিতা চান সাংবাদিকদের কাছে।
৩০০ টি প্রাইমারি স্কুলে ২০০এম এল দুধ খাওয়ানো হচ্ছে। সরকারি ভাবে এতে ভালো ফলাফল আসলে “মিক্ল ডে” করা হবে বলে আলোচনায় উঠে আসে।
পরিশেষে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে দুধ খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।