ইয়াছিন আরাফাত /যশোর
যশোরে প্রচণ্ড গরমে `হিট স্ট্রোকে করে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষক আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষক আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান।
আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে যশোরে অব্যাহত তাপপ্রবাহের মোধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এপর্যন্ত যশোরে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে যশোর সদর উপজেলায় ও মনিরামপুর উপজেলায় হিট স্ট্রোকে একজন করে মারা যান।
আজ রবিবার সকাল ৯টায় যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি এবং সাড়ে ১১টায় এই তাপমাত্রার পারদ দাঁড়ায় ৩৯ ডিগ্রিতে এবং দুপুর দুইটায় তাপমাত্রা দাঁড়ায় ৪২ ডিগ্রিতে। বেলা যত বাড়তে থাকে যশোরে তাপমাত্রা তত বেশী হয়। অব্যাহত এতাপপ্রবাহের কারনে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।