ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র মাইজভাণ্ডার শরীফে প্রতিবছরের ন্যায় ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) একক উত্তরাধিকারী পৌত্র, স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন অছিয়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী (২০রবিউল আউয়াল) বিগত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাদ আসর মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অছিয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সভাপতি আলহাজ্ব ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউছিয়া ও শানে অছিয়ে গাউছুলআজম পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন-ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল (এম.এ.) মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন,রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্ৰীয় শাহী মসজিদের খতিব মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, গোমদণ্ডী দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, চান্দগাও বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী ছৈয়দ শামসুদ্দোহা বারী, হালিশহর বি-ব্লক সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতী গোলাম রাব্বানী কাশেমী, দরবারে বারীয়া শরীফের নায়েব সাজ্জাদানশীন মুফতী ছৈয়দ সৈয়দুল বারী, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ সোলাইমান আলী রজভী ও মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম । আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারীগণের মাঝে বক্তব্য রাখেন শানে গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের মহাসচিব মাওলানা সৈয়দ ফরিদুল আবছার আমিরী, সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী, চরণদ্বীপ দরবার শরীফের সাহজাদা সৈয়দ সাইফুল্লাহ ফারুকী প্রমুখ।
দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন নায়েব মোন্তাজেম শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। সভাপতির সমাপনী বক্তব্যে শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) বলেন, রাসুল (দ.) রহমতুল্লিল আলামীন হিসেবে প্রেরিত হয়ে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে খোদায়ী অনুগ্রহকে সমগ্র সৃষ্টি জগতের জন্য অবারিত করেছিলেন। তাঁর দীক্ষিত ও চর্চিত সার্বজনীন প্রেম, সাম্য ও ন্যায়বিচারপূর্ণ জীবনদর্শনই পারে এই বিক্ষুব্ধ বিশ্বে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে।মাহফিল সঞ্চালনা করবেন আক্রজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম। এছাড়াও মাহফিলে আওলাদে মাইজভাণ্ডারী,আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারীসহ ওলামায়ে আহলে সুন্নাত, জনপ্রতিনিধি,রাজনীতিবীদ, প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলকে সফল করার জন্য এলাকাবাসী, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নায়েব মোন্তাজেমে দরবার শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী।