আলমডাঙ্গা ব্যুরো: রূপনগর এনজিও’র পরিচালক আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের
রেজাউল করিম রিয়াজ জোয়ার্দ্দার
আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দারের বড় ভাই। গতকাল ৬ নভেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত তিন দিন পূর্বে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
শ্রীরামপুর গ্রামের
প্রয়াত চাঁদ আলী বিশ্বাসের বড় ছেলে ছিলেন রেজাউল করিম রিয়াজ। তিনি ” রূপনগর” এনজিও-র পরিচালক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দু আ চেয়েছেন ছোট ভাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দার।
এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। ##
সংবাদ-২
জেহালা অঘোরনাথে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর কারাদন্ড.
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেহালা অঘোরনাথ মোড়ে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্বাস শেখকে ২ মাস ও মাসুমকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত আব্বাস শেখ উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ ওয়াপদা পাড়ার সাজ্জাদ শেখের ছেলে ও মাসুম হৈদারপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসুর নেতৃত্বে জেহালা ইউনিয়নের অঘোরনাথ মোড়ে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এর পূর্বে মাদক সেবনের দায়ে আব্বাস শেখ (২২) ও মাসুম (২০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখীন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারে মাদক সেবনের দায়ে আব্বাস শেখকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (২) ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও মাসুমকে একই ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পুলিশের একটি টিম।
##