মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মিয়ারাজ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যপক অমল কৃষ্ণ সরদার।
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ মোস্তাজাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আল মুস্তানছির বিল্ল্যাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বদরুল মিল্লাত।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন দর্শন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল জব্বার, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহিনুর রহমান, সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজরুল ইসলাম প্রমুখ।