সাহাবুদ্দিন মিয়া ( শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনায় নিহত ০২ । আজ সন্ধ্যার দিকে বাচামারা এলাকার মহিলা (২৫-৩০)মহিলা ট্রেনের ধাক্কায় মৃত্যুবরন করেন । স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে মৃত্যুকালীন সময়ে তার সাথে কুলে তার দেড় বছর বয়সি একটি সন্তান ছিলো , ট্রেনের ধাক্কায় বাচ্চার দেহ বিভক্ত হয়ে যায় এবং বাচ্চাটা মারা যায় । পাঁচ্চর থেকে বাড়ি ফেরার পথে তিনি ট্রেনের সড়কে যান এবং ট্রেনের ধাক্কায় মৃত্যুবরন করেন । এখনো মহিলার কোন নাম জানা যায় নি তবে তার পরিচয় বলতে তিনি স্থানীয় চর বাচামারা এলাকার মেয়ে । এর কিছুদিন আগে এই রেলওয়েতে এক যুবক গুরুতর ভাবে আহত হয় । দিন দিন শিবচরের ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঝড়ে যাচ্ছে কোমল প্রিয় সতেজ জীবন । রেল দুর্ঘটনায় বর্তমানে শিবচরে রেল সড়ক এখন মৃত্যুর সড়কে রূপান্তরিত হচ্ছে। আমাদের জনসাধারণকে সচেতন থাকা উচিত , ট্রেন চলাকালীন সময়ে এবং রেলওয়ে চলাচল থেকে বিরত থাকা ।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।