আলমডাঙ্গার ৮জন সাহিত্যিক পেলেন সম্মাননা ক্রেস্ট
আলমডাঙ্গা অফিসঃ” নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা ও সাহিত্য সম্মেলন ২০২৪ইং দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে, গল্প, কবিতা, গান ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
গতকাল সকাল ৯ টা থেকে দিনব্যাপী এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা পশুহাট পাড়ার ‘শিশুদের জন্য ফাউন্ডেশনের’ নিজস্ব ভবনের সেমিনার হলে। সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিলো বাংলা সাহিত্য একাডেমী চুয়াডাঙ্গা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয় এই সাহিত্য সম্মেলনটি। পার্শ্ববর্তী জেলা থেকেও বেশ কয়েকজন সাহিত্যিক উপস্থিত ছিলেন।
প্রবন্ধ শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।তিনি বলেন কবি, সাহিত্যিকরা সমাজ সংস্কারের অংশ।ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিদ্রোহী কবি কাজী নজরুল এদেশ ছাড়বি কিনা বল,নইলে কিলের চোটে হাড় করিব জ্বল।কবিতা লিখে তিনি বহুবার জেল খেটেছেন।আমরা তাদের স্যালুট করি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল আলম, বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও সহকারি অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা হাটবোলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সাহিত্যিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।শিশু সাহিত্য সম্মাননা পেলেন কবি আসিফ জাহান,কবি ওমর আলী মাষ্টার,বিশিষ্ট সাহিত্যিক আবুল কাশেম,
বিশেষ সম্মাননা ক্রেস্ট পেলেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী,কবি জামিরুল ইসলাম,কবি সিদ্দিকুর রহমান,কবি আব্দুল খালেক,দামুড়হুদা মেঠো কবি মুর্শিদ আলম,চুয়াডাঙ্গার প্রেমের কবি অশোক দত্ত,কবি রতন কুমার সিংহ,কবি আশরাফ আলী,প্রমুখ।এছাড়াও প্রধান অতিথি ও সভাপতিকে শিশু সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাহিত্য পরিষদের সদস্য কিশোর করণিক, আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জাফর জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক সংবাদিক ফাহিম ফয়সাল, সাংবাদিক হাসিবুল ইসলাম প্রমুখ।