এম,শাহজাহান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল শনিবার সকালে ৯টায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বেলুন উড়িয়ে ওই ক্রিকেট লীগের উদ্বোধন করেন। প্রধান অতিথি’র বক্তব্য, আব্দুল্লাহ আল খায়রুম বলেন, প্রথমবারের মত শেরপুরে ক্রিকেট প্রিমিয়াম লীগ শুরু হয়েছে। এটা শেরপুরের জন্য মাইল ফলক হয়ে থাকবে। শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যেতি নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব করছে। এই জেলাকে এগিয়ে নেওয়ার জন্য পুরুষ ক্রিকেটার জাতীয় দলে খেলার জন্য ভাল খেলোয়ার তৈরী করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, নির্বাহী সদস্য হাকিম বাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং খোলোয়াড়রা উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ৫টি দল অংশ নিচ্ছে, প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে সাইকা একাদশ বনাম সবুজসেনা একাদশ।