শেষ প্রতীক্ষা
কী’বা ব্যথা একাকীত্বে?যতটা বিষাদময় কারো অপেক্ষায়
জ্বলে অন্তর,চূর্ণ বিদীর্ণ প্রাণ!বসে থাকা তারই প্রতীক্ষায়।
বিরহ ক্লান্ত দৃষ্টে এক নাগাড়ে তারই পানে পথ চেয়ে থাকা
তার জন্য এক অর্ধফোঁটা গোলাপ রোজ সাজিয়ে রাখা-
রক্ত আভাময় সন্ধ্যায় সিঁদুরে মেঘে ক্ষীণ সুপ্ত আশায়
বারংবার উঁকিতে দেখেছে তোমায়, মিথ্যে ভালোবাসায়।
তবু মনে থাকা, খানিক বাঁচিয়ে রাখা, কিছু সৃতিকাতরতা
মম হৃদে তব বিঁধে শূল, তোমার কাছে সুখের নবান্যতা।
শোনো তবে প্রিয়, যতসব পুরাতন ধূলিকণা
বিরহ বিকল শোকের যত আনাগোনা –
যত দু:খ! যত ক্লেশ! যত হাহাকার
করেছি ধূলিসাৎ,পড়ে আছে নির্বিকার-
আমারই হৃদয় বীণা বাজবে এবার আপন শক্তিতে
কখনোই ফিরবে না, তোমার ঘাটে কোনো উক্তিতে।
যতটা দূর্বল, ক্ষীণ,জরাজীর্ণ ভেবেছো মোরে –
ততটা শক্তিহীন, মৃত,গলিত,ছিন্ন নয় তব এ হৃদয়
আমি পৃথিবী!জ্বলন্ত নক্ষত্র! আপন কক্ষে সর্বদা গতিময়!
নাজমুল শেখ
ইংরেজি বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়