সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে এবং আসাদুজ্জামান দুলাল এর সঞ্চালনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন এর সাবেক যুগ্মসচিব বিশ্বাস লুৎফর রহমান, ঝিনাইদহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর ফিরোজ, শৈলকুপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, কালিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, মহেশপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, কোটচাঁদপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন, গোলাম রইচ, ডা. মেহের আলী, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম, তবিবর রহমান জোয়ার্দার, সাবেক ডেপুটি কমান্ডার ইসরাইল হোসেন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাব্বী হাসান প্রমুখ। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি জামুকা সদস্য খ ম আমীর আলী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার অমুক্তিযোদ্ধা যারা তালিকাভুক্ত আছে তাদের যাচাই বাছাই এর কাজ শুরু করেছে এর মধ্যেও যদি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকে তাদেরকেও তালিকাভুক্ত করবে তবে বিগত সময়ের মতো কোনো অমুক্তিযোদ্ধা যাতে তালিকাভুক্ত হতে না পারে তার জন্য সতর্ক থাকবে। অনুষ্ঠান শেষে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য কম্বল উপহার দেন।