মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
ভারত থেকে বাংলাদেশে পাচার কালে ভোমরা সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় হিরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল এল.এস.ডিসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ গাজী সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজীর ছেলে।বিজিবি সূত্র জানায়, ভারত থেকে একদল চোরাকারবারি ভোমরার ঘোষপাড়া সীমান্ত দিয়ে বিশালাকারের মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দলের কমান্ডার শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে স্পেশাল টহল দল রাতে ঘোষপাড়া এলাকায় অবস্থান নেয়,
রবিবার ১ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বিজিবি স্পেশাল দলের আভিযানিকদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজী (৪৩) কে আটক করে তারা। এ সময় চোরা কারবারীদের ফেলে যাওয়া বস্তা ভর্তি ওই সব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি স্পেশাল টহল দলের সদস্যরা। আটক কি তোর মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটককৃত আসামিকে চালান করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।