সুদিনের অপেক্ষায় ‘বাংলাদেশ ‘
—পারভীন আকতার
মাতৃভূমির জন্যে করতে হলে
ভাবো ভালো কিছু,
অন্তর থেকে ভালোবেসে
হটবে না কভু পিছু।
জুলাই আগষ্ট রক্ত ঝরা দিন
মনে রেখো জীবদ্দশায়,
দেশটা কারো জমিদারির নয়
ক্ষমতা পেয়ে হবে কসাই।
এরইমধ্যে ঢুকে গেছে লোভ
সংস্কার করে কী লাভ?
নির্বাচন না দিয়েও জিতে আছি
লুটেরাদের এমন ভাব!
কখন যে এরা মনের কথা বুঝবে
ছাত্রজনতা কেন রক্ত দিল?
স্বাধীন দেশে থেকেও বারংবার
লাশের পর লাশ কেন পড়ল?
এখন মিয়া সংবিধানের ছুতো খুঁজো
তিপান্ন বছর করেছো চাষ,
কী পেয়েছে এ জাতি স্বৈরাচার ছাড়া
যারা মিথ্যে দিয়ে গেছে আশ্বাস!
মসনদে যে-ই যায় না কেন এদেশে
সে-ই হয়ে উঠে দানব রাবণ,
সেই ফাঁকটা খুঁজে বের করো আগে
অপশাসন করতে দমন।
বন্ধু…
আগামীর বাংলাদেশে কী দিয়ে যাবে!
ভেবেছো কি ভালো কিছু?
আমাদের সন্তানরা এমন দেশ চায়
কিছুতেই বৈষম্য নেবে না পিছু।
আজকের তরুণ যুবাদের স্বপ্ন বড়
এসো ওদের এগিয়ে দেই,
স্বাধীন সার্বভৌম দেশ গড়তে আমরা
দেশপ্রেমিকের ভূমিকা নেয়।