কক্সবাজার প্রতিনিধি (অবির হোসেন সান)
তিনি আমাদের জানান এই দেশেতেই জন্ম আমার এই দেশেতেই শেষ।তুমিই আমার ভালোবাসা আর স্বপ্ন দেখার বাংলাদেশ।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস,এই দিনে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়,তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য তাই মুরশেদ মুন্না লক্ষ শহীদকে শ্রদ্ধা জানিয়ে একজন রুগীকে রক্ত দিয়ে একটি মানবিক কাজে এগিয়ে এলেন এবং সকলকে মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রাণিত করেছেন।তিনি এর আগেও বহুবার রক্ত দিয়েছেন এবং আজকে রক্ত দিয়ে তিনি দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে গর্ব বোধ করছেন।
তিনি সব সময় মানবিক কাজে সকলের সাথে মিলেমিশে ছিলেন,এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন।তিনি কক্সবাজার শহর ঝাউতলার বাসিন্দা।বর্তমানে তিনি অনার্সে পড়াশুনা করছেন, সকলের কাছে তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত,পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক সংগঠনের সাথে যুক্ত আছেন,মানবতার কাজে সব সময় এগিয়ে আসেন যেকোনো প্রয়োজনে।সে চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যেনো সব সময় মানবতার কাজে নিয়োজিত থাকেন।