মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর
৩১ আগস্ট ২০২৪ নারায়ণগঞ্জ থেকে নির্যাতনের শিকার সেই হাতি উদ্ধার।
অবশেষে কুমিল্লায় নির্যাতনের শিকার নিহারকলি নামের সেই হাতিটিকে উদ্ধার করে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আমেরিকান সিটি থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় মনিরুল ইসলাম নামে এক মাহুতকে আটক ও তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রূপগঞ্জের পূর্বাচল থেকে হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি ১৭ বছর বয়সী নিহারকলি হাতিটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাণী অধিকার কর্মীরা এ বিষয়ে সোচ্চার হলে বিষয়টি পরিবেশ উপদেষ্টার নজরে আসে। তিনি হাতিটিকে উদ্ধারের নির্দেশ দিলে ২৯ আগস্ট বন বিভাগ কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে একটি পুরুষ হাতি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে পাঠায়। তবে সেই হাতির সঙ্গে নির্যাতনের শিকার হাতির মিল না থাকায় বন বিভাগ আজ শনিবার রূপগঞ্জের পূর্বাচলে অভিযান চালিয়ে মাহুত মনিরুলকে আটক ও হাতিটিকে উদ্ধার করে।