প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ’ করে দেশ ছেড়েছেন সঙ্গে আছেন রেহানাও মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তিনি ইতোমধ্যে দেশও ছেড়েছেন। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে দেশের নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা চলছে। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ। তিনি বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা,এ প্রতিপাদ্য সামনে রেখে,৩দিন ব্যাপী,জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৮শে মে ২০২৪ রোজ মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ,শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনার সভা, ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,প্রধান শিক্ষক কুশমত আলী, প্রধান শিক্ষক ধরনী প্রসাদ ও মেরিনা খাতুন,সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম,অমল কুমার রায়, নীপা,কুলসুমা বেগম | এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষকগন সহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন |
Copyright © 2024 দৈনিক লিখনী সংবাদ. All rights reserved.